আমার বাবা
********************
আমার বাবা আমার শ্রেষ্ঠ সম্পদ।
আমার সমস্ত গৌরব আর অহংকার।
আদর, বিশ্বস্ততার নাম আমার বাবা।
আমার পরম নির্ভরতা, অটল বিশ্বাস
নির্ভীকতায়, ভয়শূন্যতায় আমার বাবা।
বাবা মানে আমার শক্তি, সাহস, আস্থা
আমার অনুপ্রেরণার একমাত্র কবচ।
বাবা মানে আমার উদ্দীপনা, প্রেরণা
আমার নিরাপদ আশ্রয়, নির্ভর সুরক্ষা।
বাবা মানে আমি ভয়শূন্য সাহসী মানুষ।
বাবার সাইকেল আমার চোখে শ্রেষ্ট বাহন।
বাবার অফিসের ঝুলি সবচেয়ে দামী ব্যাগ।
বাবার গামছা ধরণীর মহা মুল্যবান কাপড়।
বাবার শরীরের গন্ধ উৎকৃষ্ঠ সৌরভ।
আমার বাবা আমার অস্তিত্ব, ভালবাসা।
কৃতজ্ঞতায় তোমার অবদান খাটো হয় জানি
তবুও বলি, বাবা তোমার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
আর্তি আর কষ্ট গুলো সর্বদা ফুঁপিয়ে কাঁদে।
অনেক ইচ্ছা থাকলেও কখনও বলতে পারিনি
তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি বাবা।
আজীবণ অক্ষয় তুমি বিনীত শ্রদ্ধা আর মুগ্ধতায়।