আমার আমি
*******

উল্টে গেলেও আমি পাল্টাবো না
ছেড়ে গেলেও আমি কভূ ছাড়বো না
অজুহাতের নীল ফাঁদে তোমায় পাপী করবো না
নষ্ট কথায় পিষ্ট হয়ে, চরিত্রে দাগ লাগাবো না।

বেঁধেছি মনে পূর্ণ জনমে, রেখেছি ভিতরে সুপ্ত
তুমি আমার রক্ষিত ধন, বিধাতা থেকে প্রাপ্ত।
যত খুশি বলতে পারো সাজানো মিথ্যে কথা
যত মন্দ বল তুমি, পাইনা আমি কোন ব্যথা।

কষ্ট পেলেও অন্যরূপে আমি কভু সাজবো না
ব্যক্তিত্বে অটল আমি, নীতি কভু খোয়াবো না  
প্রবঞ্চনা যতই কর, রিক্ত কথায় টুটবো না  
যা খুশি তা করতে পারো, আমি কভূ ভুলবো না।

যত ব্যথা দিয়েছো তুমি, সয়েছি আপন বলে
মেনে নিয়েছি সব গ্লানি, তবুও না আপন হলে
লোকে বলে অন্ধ আমি, যা শুনাও তাই মানি
তবুও তুমি অন্য ভুবনে, আমি সেটা ভাল জানি।  

তুমি পাল্টে গেলেও আমি কভু টলবোনা
ছলা কলা যতই কর, বেইমানীতে জড়াবো না
আমার কাছে আপন হয়ে তুমি আর থাকলেনা
তোমার জাতে রইলে তুমি, আমার জাতে এলেনা।