একাকিত্ব
******
আমি এক নিরর্থক মানুষ
জীবন যুদ্ধে পরাজিত সিপাহী
নিরন্তর যুদ্ধ চলা আমার জীবন।
যুদ্ধটা শুধু আমার একার
কাউকে আমার পাশে পেতে চাইনা
যুদ্ধের পর যে দুর্ভিক্ষটা আসে
আমি তা একাই ভোগ করতে চাই।
আমার নিঃশঙ্ক প্রাণ আছে
প্রাণে চলার সামর্থ আছে
কিন্তু দাঁড়িয়ে আছি গাছের মত।
গাছের অক্সিজেন নি:সরণে
প্রাণীকুল বেচে থাকে ধরণীতে
আমিও বাঁচিয়ে রাখি সবাইকে
আমার রোজগারের অর্থাগমে।
গাছে ফুলের সুভাস আর ফলের মিষ্টতা
আমিও ভালবাসা বিলাই অকাতরে
আশ্রিত করি সবাইকে গাছের ছায়ার মতন।
গাছটার বুকে অজস্র পেরেকের যন্ত্রনা
আটকে রাখে সাইনবোর্ড, ফেস্টুন, ব্যানার
আঘাতের কষ্ট, ক্ষতবিক্ষত করে সমস্ত দেহ
কোন অভিযোগ নেই গাছটির
নিরবে দাঁড়িয়ে থাকে, যেমনটি তাই
প্রচন্ড গরমে অসহ্য যন্ত্রনায়
গাছের ছায়ায় কত মানুষের ভীড়
অথচ দিনশেষে সবাই ফেলে যায়
কত একা, নিত্য জীবণ একাকিত্তের সাক্ষী।
আমিও কি সত্যিই এক গাছ?
এত কষ্টের পরেও কেন একা?