কোন দোষ নেই তোমার
পুরোটাই আমার নসিবের দোষ।
নসিব মানে ভাগ্য, ভাগ্য মানে খেলা
খেলা নিয়ে যে মত্ত থাকে
তাকে বলে খেলোয়াড়, যেমন তুমি।
বুঝিনি আমি- এ ছিল আমার অযোগ্যতা

আমি ছিলাম আমার বিস্বাসে মত্ত
যে তুমিটা আছো, তা শুধু আমার
তোমার সন্তান, সংসারটাও আমার।
যা শুনাও তাই শুনছে মানুষ;
বলেছ যা তাই ছিল বিশ্বাস
ব্যতিক্রম নিন্দনীয় অনুমানে
তুমি আর আমি ভিন্ন, ছিন্নবিন্ন।

যা ইচ্ছা তা বলা যায়, বারণ নেই
যা ইচ্ছা তা শুনানো যায়, বাধা নেই
নিন্দনীয় অহংকারে যে পরিণতি
দিন শেষে ক্ষতিটা তার-
সন্তান সমেত সংসারটা যার।
তুমি বল তোমার, আমি বলি আমার
তোমার আমার মিলে বিনাসটা আমাদের।

আদরে-রেগে, ন্যায়-অন্যায়ে, ভালবাসা-নিন্দায়
সরব চেষ্টায় আমি ব্রত সারাক্ষণ
পারিনি ফেরাতে, পারছিনা এখনও
শূন্য থেকে চার, চার থেকে চোদ্দ
আজ চব্বিশ বছরেও তুমি অন্যের।
একজন যায়- অন্যজন থাকে
অন্যজন যায়-ভিন্নজন আসে।
আসা যাওয়ার স্রোতে ভেসে
আমার যোগ্যতা আজ অযোগ্য
তাই দোষটা আমার।
তার বা তাদের নয়; তোমারও নয়।

অন্যায় দেখার চোখ তোমার নেই
তাদেরও নেই যারা তোমার চারপাশে
কারণ তারা সবাই মানুষ,
তারা তোমার আপনজন; বিচারক নয়।
যিনি বিচারক- তিনি সব জানেন
অন্যায়, ইন্দন, প্ররোচনা, সীমাহীনতা
সবার মনের সুপ্ত কথাও জানেন
যা ছিল আমাদের বিছিন্নতার উপকরণ।