আয়না ঘর
----------

“আয়না ঘর”- ঘর হলেও বসবাস জনিত নয়
নামের প্রতিচ্ছায়ায় মনে হয় স্বচ্ছ কাচের ঘর
যেখানে প্রতিবিম্বিত হয় মানুষ ও তার কার্য
বাস্তবতায় কার্যত উল্টো প্রতিফলনের নিবাস
নেই কোন বিছানা, শৌচাগার এমনকি পানির জগ
ভয় থেকে শঙ্কিত হয় মন তা বলতে বা শুনতে।
চর্চিত, ঘৃণিত, কলঙ্কিত নাম “আয়না ঘর”।
  
অজানা ঘরের তত্ত্ব-মহত্ত্ব অচেনা, অজ্ঞাত
অথচ সবাই মানে আছে এই আয়না ঘর।
যেখানে সরকার পরিপন্থিদের আটক রাখে
বছরের পর বছর গুম করে রাখা হয় প্রতিবাদীকে
যেন চাল-ডাল, আটা-ময়দা বা শুটকির বস্তা
সেখানে নাকি চরম অত্যাচারে দেয়াল কাপে
অনেকে ফিরেনা সেখান থেকে পরিবারে
ফিরলেও সেই ঘরের নাম আসেনা মুখে
জিহবা শুকিয়ে যায় অত্যাচারের কথা মনে করে।

জ্ঞাতব্যে বাংলাদেশ মানবাধিকার সংস্থা
নিরুদ্দেশ ৬০৫ নাগরিক,  ২০০৯ - ২০২১ সাল
সেনা, প্রশাসন, আমলা ও রাজনৈতিক ব্যক্তি
যে বলেছে সত্য, সেই পেয়েছে দীক্ষা আয়না ঘরে
সন্তান, পরিবার, বাবা-মা, স্বজন, বিদ্যমান আইন
কেও জানেনা বেচে আছে, না মরে গেছে
দাবীতে সরকারও জানেনা, তথ্য নেই তার কাছে
দম্ভ আর তিরষ্কারে অহমিকার তিক্ত হাসি হাসে
বলে- দেশদ্রোহী পালিয়েছে, ভয়ে গা ঢেকেছে।

ফিরছে অনেকে, আতংকে প্রকাশ নেই প্রকাশ্যে
আচমকা কাল টুপি পরিয়ে উঠায় মাইক্রোবাসে
ঘুরপাক খায় এলোপাথারি, রাখে আয়না ঘরে
ইচ্ছে করে টানানো থাকে অল্প আলোর বাল্ব
ঝুলে অনেক উপরে আলো-আধারের খেলায়
বিকট শব্দে টানা চলে বড় মাপের এক্সজস্ট ফ্যান
যেন বাহির থেকে ভেতরে শব্দ না পৌঁছায় কানে।
চলে অসহনীয় শারীরিক মানসিক অত্যাচার
অন্ধকারে চিৎকারের শব্দে কেপে উঠে ঘরের দেয়াল
বলার, দেখার কেও নেই, শুধু যন্ত্রনা আর চিৎকার
এক্সজস্ট ফ্যানের বিকট শব্দে সব বিলীন হয়ে যায়।

আয়না ঘর আসলে এক DGFI’'র বন্দিশালা
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স
বাংলায় বলি ‘প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর’’
স্বৈরাশাসকের বিনা বিচারের নারকীয় আটকঘর
জানতো না কেও চৌদ্দ বছরে (২০০৯-২০২২)
কোথায় হারিয়ে যায় মানুষ সাম্যের প্রতিবাদে
আবিষ্কারে সুইডেনের নেট্রা নিউজ ২০২২ সালে
দাবি করে গোপন কারাগার- যার নাম আয়নাঘর
আকর্ষিক আটকে নির্যাতনের অন্ধকার ঘর
কেও জানেনা বাংলার কোন ভূমিতে এর অবস্থান
মাটির উপরে নাকি নিচে? সমুদ্রে নাকি শূন্যে?
অনুসন্ধানে মেলেনা কিছু, বন্দি ফেরত বুঝনি কিছু
শুধু জানে বিমানের শব্দে প্রায়শই মেঝে কাপে
অনুমানে জাগে হবে হয়তো ক্যান্টনমেন্টের পাশে
কোন এক বিল্ডিং ঘেরাও আছে পাটের চটে।
জানা যায় ২৩টি কারাগার শুধু ঢাকাতেই আছে।

স্বাধীন বাংলায় আজব ঘরে দুঃসাহসী অত্যাচার
এরপরও কি প্রশ্ন থাকে বলতে তাকে স্বৈরাচার?

-----------------------------
লেখা: ১২.০৮.২০২৪
তথ্য: ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া