অহিত
********

শুভাকাঙ্ক্ষী অনেকে আশে পাশে
যারা শুভ আকাঙ্ক্ষায় মত্ত থাকে।
অভাব নেই উপদেশ প্রদানকারীর
পিঁপড়ের মতো বিজ্ঞজনের সারি।

সময়ের মাছি আসে উড়ন্ত বাতাসে
গন্ধ ছড়িয়ে দ্বন্দ্ব বাড়ায় অবশেষে।
তুমি ভাব শুভাগমন শুভাকাঙ্ক্ষীর
বুঝনা তফাৎ হিত ও হিতাকাঙ্ক্ষীর।

কিছু ভূলে মানুষ বুজেনা আপনকে
হুলু হুলু না করলে পর ভাবে তাকে।
সামান্য কথায় কাছে ঘেঁষা হলে কম
বৃহৎ ভাবনায় মন বিরুদ্ধ আস্ফালন।

সত্য ভাবনা ফল দায়ক শুভ চিন্তায়
প্রকৃতজন বলে কম মান্য অনাস্থায়।
হিতচিন্তার জ্ঞানভার সহজলভ্য নয়
জ্ঞানীর কথা সর্বত্র অল্প প্রকাশ হয়।

ন্যাকামিতে গদগদ নকল হিতকাঙ্ক্ষী
ভূল সিদ্ধান্তে আকাঙ্ক্ষীর দোষ বেশি।
ভূলটা তাদের ক্ষতিটা তোমার নিজের
আসল রেখে নকল হয়ে যায় কাছের।

হিতাকাঙ্ক্ষীর স্বভাব নয় পরনিন্দার
যারা কথার রসে রাখে তারা বরবর।
নিজ জ্ঞানে ভাব শুভাকাঙ্ক্ষীর যুক্তি
তাদের শুভ কথায় হয়না কভূ মুক্তি।
।।।।।।।।।।