অগ্নিশিখা
************
বিদ্রোহী আমি দাঁড়িয়ে আছি একা
দারিদ্রের সীমানায় গর্জে উঠতে প্রস্তুত
অচলায়তন, দাসত্বের শেকল ভাঙতে চাই
আমি সেই আগুন, যা জ্বালালে নিভে না।
স্বাধীন মানুষগুলো আসলে কি মুক্ত?
যতটুকু তাদের সুখ; তাও পণ্যের মতো
ভোগের পর ঝুলে থাকে অশ্রু আর বেদনা
আমি চাই নতুন সূর্য যার পরাধীনতা নেই।
স্বাধীনতা কি সত্যিই মানুষের অধিকার?
নাকি শুধুই স্বপ্ন থেকে অর্জন করা নাম?
মুহূর্তে মানুষ হারিয়ে যায়, ধ্বংস হয় পরিবার,
শক্তির অহংকারে মানুষের ক্ষয়, শুধুই ত্যাগ।
বিপ্লবের ডাক আসে প্রতি কাতর চিৎকারে
তবু ভয়ে তারা কাঁপে, কাঁদে নিঃশেষে
আমি যুদ্ধে যাব একেলা, একখণ্ড রক্ত জড়াব
আমি বিদ্রোহী, আমার পিশে দেব শকুনের শব।
আমি সে বজ্র যা গর্জে আছড়ে পড়ি মাটিতে
আমি সে আগুন, যা প্রতিটি শেকল দগ্ধে ছিড়ে
বৈষম্যের আগুনে দগ্ধ হয়ে আমি হবো অমর
আমি বিদ্রোহী; আমার মৃত্যু এক নতুন জন্ম।
বিশ্বের চোখে আমি নই কোন অস্থির আত্মা
আমি সেই অগ্নিশিখা, যা থেকে ছড়াবে নতুন আলো
বিদ্রোহী আমি; আমি মানিনা কোন বাধা
পথের শেষ প্রান্তে পুঁতে দিব মুক্তির স্বাধীন স্তম্ভ।
।।।।।।।।।।