অদ্রাব্য
******
হতাশা জীবনের এক প্রতিকূলতা
অনবরত ব্যর্থতায় জম্ন নেয় নিরাশা
জাগতিক ক্ষতি, বিয়োগান্ত শোক
মনের ভিতর বাস করা নিবিড় কামনা
বিধ্বস্ত হওয়া আশা যখন নিমজ্জিত হয়
তখন দুঃখের চাঁদ উঠে দিনের আকাশে।
মনের অনুভূতিগুলো তরল চরিত্র
সময়ের পাত্রে তা রং বলদাতে পারে।
মনের বাসনাগুলো বায়বীয়
ঋতুর হাওয়ায় দিক বদল হতে পারে
মনের দুখগুলো কঠিন, ভীষণ কঠিন
হাল্কা দ্রাবকে দ্রবীভূত হয়না সহজে।
প্রতিকূলতা, ক্ষতি, নিরাশা, শোক
অভিলাষের দ্রবণে দ্রবীভূত হয় না
শুধু আকার, রং, গতি বদলাতে পারে।
যে কষ্টগুলো মনে লেপটানো থাকে
তা অলীকতায় কিছুতেই মিশ্রণ হয়না
স্থির পানিতে ডুবিয়ে রাখা কাচের মতো।
জীবনে দুঃখ একটি অপরিহার্য বাস্তবতা
কষ্ট মানসিক যন্ত্রণার বিমূর্ত প্রকাশ।
অবসন্নতায় নিজেকে বিচ্ছিন্ন করে
অবসাধে ব্যাধিগ্রস্থ হয়ে কণ্ঠরোধ করা।
থাকে একাকিত্বের কালো আবরণ চারদিকে
দুঃখকে পোষা যায়, লুকিয়ে রাখা যায় না।
।।।।।।।