আচরণ
*********
কেউ কারো সাথে সুখী বা অসুখী
স্পষ্ট হয় তা বহিঃপ্রকাশে।
আনন্দের প্রকাশ হাস্যোজ্জ্বল মুখ
যে মুখে অবারিত সুখের ঝলক।
অসুখীর প্রকাশ যন্ত্রণাকাতর ক্লেশ
হাসিতে মিলে বিষদাঁতের ছোবল।
ছোট কষ্টে বড় মানের দীর্ঘশ্বাস
অসুখীর মাত্রা বিকাশ দীর্ঘশ্বাসের টানে।
আচরণে মনোভাব ফোটে স্পষ্ট
অভিনয়ের ভাব মানব স্বভাবে ক্ষণস্থায়ী
আচরণে মনের সত্য প্রকাশ অবিশ্যম্ভাবী
বাধা পেরিয়ে জোয়ারের মত আসে।
সত্যতা প্রতিটি মানুষের মাঝে স্বাতন্ত্র্য
ক্ষণিক চাপা থাকে বাধাগ্রস্ত নির্গমনে
বুদবুদির মতো প্রকাশ পায় শান্ত পুকুরে
শীতল জলে যেমন উষ্ণতা অনুভব।
ঘেউ ঘেউ করা মানে কথা বলা নয়।
এটা নিতান্তই কুকুরের স্বভাব।
এমন স্বভাবে মনের ভাব বুঝা দুর্বোধ্য
শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়না এমন আচরণে।
খ্যাক খ্যাক করলেই শাসন করা হয় না
এটা চূড়ান্তভাবেই শেয়ালের স্বভাব।
আচরণে প্রয়োজন নিরবিচ্ছিন্ন কথা
উৎকৃষ্ঠ আচরণ- শ্রেষ্ঠতায় উত্তম।
।।।।।।।।।।