অবসান
*********

সবকিছু সমর্পণ করা যায়
বিতরণ করা যায় ঐশ্বর্য-ধন-সম্পদ
প্রত্যাহারে অনা যায় অনাকাঙ্ক্ষিত কথা
শুধু ক্ষান্ত হয়না মনের মানুষের দেয়া ব্যথা
মন ভুলতে পারেনা ভূল করেও
থাকে নিদ্রাহীনতায় অস্তিত্বে, নিদ্রায় স্বপ্নে।

মানুষের প্রতিকূলতা মানুষ
নিরাশা, হতাশা, অসহায়তা
ভিন্ন অনুভূতিতে মানুষই মানুষকে জড়ায়
বেষ্টিত করে প্রকাশ্যে কিংবা অন্তরালে  
মানসিক যন্ত্রণার এক বিমূর্ত প্রতিক হয়ে
ক্ষতির শোকে একাকী বিক্ষিপ্ত হয়ে।

মানুষের কষ্টের আলিঙ্গন মানুষই মাত্র
ভালবাসার নামে পীড়িত করে কষ্টে
ব্যথা দেয় কারণে বা অকারণে
দিনের পালা বদলে মুছে যায় কষ্ট
সাথে মুছে যায় কষ্টদাতার স্মৃতি বিস্ময়ে
তবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে
সে কষ্ট মুছে না, রয়ে যায় আপনত্বে
যেমন রয়ে যায় মানুষটা; ভূলা যায় না বলে।

ভালোবাসা’র মানুষ ছাড়াও মানুষ বাঁচে
কিন্তু ভালবাসা ছাড়া বাঁচা যায় না
ছটফটানিতে মনটা মরে যায়  
শেষ নিঃশ্বাসের আগেও মনটা বলে
যদি একটা বার শুনা যেত তারে
দেখা যেত ভালবাসা’র মানুষের মুখটা
গালে হাতটা রেখে বলা যেতো
অনেক ভালবাসি তোমায় অবসানের পরে।
।।।।।।।।।।।।