আবর্তন
******
বেলা কখনও ফুরায় না
ফুরিয়ে যায় সম্ভাব্য দিন
বন্ধন কখনও হারায় না
ঘূর্ণনে ফিরে হারানো দিন।
ঘড়ির কাটা ঘুরে অবিরত
খসে পড়ে না ঘূর্ণন পথে
বালু চাপা খড়কুটু গুলো
সময়ে ভাসে নদীর স্রোতে।

পূর্ণিমা রাতের চাঁদের আলো
ফিরে আসে অমাবস্যা ধরে
প্রতিটি মাস গণনায় আসে
ঘুরে ফিরে এক বছর পরে।
শনি, মঙ্গল থাকে স্ব-স্থানে
সাতদিনের চক্রাকার পথে
সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটা
ছয়-নয়ে বারোটায় এক সাথে।

তপ্ত দুপুরের সূর্যের দেমাক
মুখ থুবড়ে পড়ে থাকে রাতে।
মেঘে ঢাকা আকাশের নীল
আকাশের কাছেই থাকে।
তবু কেন বুঝেনা মানুষ
সময় ফিরে সময়ের দাবিতে
অসময়ে যার বিতাড়িত প্রস্থান
শুভাগমন তার সময়ের হাতে।