অবহেলা
************
যথার্থ মানুষকে মারতে চাইলে
অবহেলাই তার জন্য ঢের বেশি
নিষ্প্রয়োজন বিষ প্রয়োগ করা
যত্ন করে উপেক্ষা করাই যথেষ্ট
অবহেলার তীর আঘাত হয়; ঘাতক।
অবহেলিত মানুষের নিথর প্রাণ
ভিতর থেকে মরে যায় চিরতরে
কষ্টগুলো জমে পাহাড়ের রূপ
দিনের পরিক্রমায় পাহাড়টা পাথর
এত শক্ত যে বস্ত্রপাতে স্খলন হয় না।
প্রতারণার কষ্ট সয়ে যায় জীবন
বুঝে মন মানিয়ে উঠে ধীরে ধীরে
অবহেলার যন্ত্রনা নিরব ঘাতক
প্রতিক্ষণ প্রতিদিন মারে যত্ন করে
নি:শ্বাস আটকে গিয়ে দম চাপা কষ্ট।
নিরব প্রতিহিংসার নাম অবহেলা
শব্দহীন, নিবিড়, পরিহাসের মৃত্যুদন্ড।
যেন বুদ্ধিদীপ্ত রণকৌশলে প্রতিশোধ
ক্ষতহীন আঘাতের অসহনীয় যন্ত্রনা
বেঁচে থাকা নয়; তবুও বেঁচে থাকতে হয়।
।।।।।।।।।।