অনুক্রম
**********
নিজে কোথাও জ্বালালে আগুন
সে তাপ লাগে নিজেরও সমগুণ
পানিতে কাওকে ভিজাতে চাইলে
ভিজতে হয় ছিটায় একই জলে।

খালে ফেলে কাওকে ডুবাতে চাইলে
নিজেকেও নামতে হয় কাদা জলে।
পক্ষপাতিত্ব নেই কোন পরিস্থিতির
সে চেনেনা কে কার নাশে অস্থির

স্মৃতি থেকে কাওকে বিস্মৃত করিলে
জড়াতে হয় নিজেকে মিথ্যার জালে
কাওকে জড়ালে অনর্থক অপবাদে
সমভাবে জড়িয়ে রাখে সে নিজেকে

প্রতিশোধের নেশা ক্ষতি বধ শোধের
নিজেকেও জড়াতে হয় একই বধের
কথনে বুঝেনা অজ্ঞাত পাপের তাপ
নিজে না পুড়লে-পুড়বে উত্তর জাত।

অন্যায়ের সাজা দিলে অন্যের ঘাড়ে
প্রায়শ্চিত্তের দিন আসবে ঘুরে ফিরে
নিজের ভুল স্বীকার বুদ্ধিমানের কাজ
ভাল মানুষ সহসা তাতে করেনা লাজ।

বোধহীন মানুষের ভাবাকরণ বেঠিক
রাস্তায় দাড়ালেই ভেবে নেয় পথিক
দামী জুতাকে ভাবে আলমারির ধন
নিজের ভাবনায় চিরকাল ব্যতিক্রম।
।।।।।।