২৬শের অমর গান
*******************
২৬শে মার্চ, সেই স্মরণীয় দিন
যে দিন থেকে বাঙালির মুক্তির শপথ।
মায়ের বুক থেকে চিরদিনের বেদনা কাটিয়ে
আকাশে উড়েছিল স্বাধীনতার নিশান।
যুদ্ধের রক্তে লেখা হয়েছিল ইতিহাস
বাঙালি জাতির গৌরব, সোনালী আশা।
ধূমকেতুর মতো ক্ষণিকের ঝলক
পৃথিবী বদলে দিয়েছিল এক মুহূর্তের কৃতিত্ব।
স্বাধীনতার স্বপ্ন ছিল, ছিল অর্জনের আরাধনা
শ্রমের, ত্যাগের, আর অগণিত প্রাণের চেয়েও বড়।
নক্ষত্রদের ছেঁড়া আকাশে
রক্তে রাঙানো এক সংগ্রামী জোয়ার।
দেশের মাটিতে লেগেছিল ক্ষতের দাগ
তবু বুকটা ছিল অদম্য সাহসী
স্বাধীনতা অর্জন ছিল জীবন-মরণের মাঝের সাঁকো।
আজ ২৬শে মার্চ
স্মরণ করি সেই সব যোদ্ধাদের
যারা হারিয়েছিল জীবনের মায়া, সুখ ও সম্ভ্রম।
তবু আমাদের জন্য রেখে গেছেন অমর এক পরিচয়
বাংলাদেশ, তোমার স্বাধীনতা চিরকাল অক্ষুণ্ন হোক।
আমরা গর্বিত তোমার সোনা-রক্তে
আজকের বাংলাদেশ, তোমার অমূল্য উপহার।
২৬শে মার্চ, স্বাধীনতার দিন
অপূর্ব ইতিহাসের অবিনাশী চিহ্ন।
এ স্বাধীনতা তোমাদের চিরকাল
আমাদের গৌরব, পেয়েছি বাংলাদেশ।
।।।।।।।।।।।