আমাকেও হারাতে হবে।
খুন হয়ে যাবে একটি মধ্যরাত।
যখন কাকগুলো ঘুমায়
আর
সন্তর্পণে হেঁটে আসে আততায়ীর ঘ্রাণ।
কাঁটাতারের সূক্ষ্ম দেয়ালে নোনাধরা
শৈবাল তার গান গাইছে।
হাজারটা ডাহুক ডাকে বৃষ্টিগাছের
অদূরে। জমে থাকা মেঘের
কান্নায় ভেসে চিঠি এসেছে।

পর্দা নামার একটু আগেই
মঞ্চত্যাগ করেছিল নিকষ আঁধার।
জংধরা স্ট্রিং শেষবারের মত
চিৎকারের চেষ্টা করে।

চাতক জল পায়নি।
ডাস্টবিন থেকে ভেসে আসছে
অমৃতের ঘ্রাণ।
বোকা ঈশ্বর চলেছে শহরের শেষপ্রান্তে।
ডাম্পিং গ্রাউন্ডে নাকি তার
শেষকৃত্যানুষ্ঠান চলছে।

grpm aug9x2234