ফাঁকা মস্তিষ্কে বেদনা ভরে নিয়ে আমাদের
ঘুমিয়ে যাওয়ার কথা ছিল সন্ধ্যারাতেই।
তুতেন খামেন তার অস্তিত্ব নিয়ে ভেসে যাচ্ছেন
কালান্তরের খেয়ায় চেপে।
প্যাপিরাসের শিরায় ভাবনাগুলোর নোট
লিখে রাখে শয়তানের প্রেতাত্মা।
আমৃত্যু ঈশ্বর খুজে চলেন তার
অমৃত সুরা। নিষ্ফল ঘরে ফেরা,
জারুলের ডালে বসা সেই দুটি হলুদ পাখি
কবে যেন উড়ে গিয়েছে শতাব্দীরও আগে,
সাথে নিয়ে গেছে হাসিমুখ বাল্যকাল।
পাথরের ছুরিতে শান দেয় জেলে বালক,
আর
নলখাগড়ায় লেখা হতে থাকে সভ্যতার
মৃত্যুদিনের ফলক।
অভিশপ্ত কালপুরুষের তীরের আগায়
ঘুম লেখা আছে।
ছুঁয়ে দেখে নিও ধনেশ পাখির ঠোঁট।

প্রতিটি ঘাসফুল মাতালপ্রায় নিশিরাতে।
ক্লান্ত
অবসন্ন
তবুও
ঘুমের খোঁজে
হাহাকার
দিনরাত্রির।