নীলোত্তমা,
সময়ের নীল বিষাক্ত ধোঁয়ায়
তোমাকে হারিয়েছি হয়তো।
ভেবে দেখতো,
কখনোই কি তুমি কবিতায় ছিলেনা?
বাতাসের গগনবিদারী কান্নায়
আমি কি তোমায় ডাকিনি?

তোমার ঐ চোখে হারিয়েছি
বারংবার নিজেকে।
সেও তোমার অজানা নয়।

তবুও বেচে থাক
অস্পৃশ্য সময়ের সেই
কথকথা।

সবুজের ঘ্রাণ হয়ে নিশ্চয়ই একদিন
পৌঁছে যাব তোমাদের
কংক্রিটঘেরা নগরে।

দেখতে এসো।