কথা ছিল
জোছনার মৃত্যু ঘটবে
কোন এক নীলাভ অমাবশ্যার রাত্তিরে।
কথা ছিল
ঘন সবুজের অবগুন্ঠন থেকে
মাথা বের করে দাঁড়িয়ে থাকবে
বৃক্ষরাজি।
কথা ছিল
ঢেউ ভাঙতে ভাঙতে
কালের গহীনে হারিয়ে যাবে
খরস্রোতা নদীবক্ষ।
কেউই সে অনুযায়ী কাজে যায়নি।
যেমন যেতে পারেনি
হতদরিদ্র দিনমজুর।
চলন্ত মোটরের চাকায় পিষ্ট হয়েছে
তার কন্যার নাল পিরানের স্বপ্ন।
অথবা
অট্টালিকায় চুরি হয়েছে
শ্রমিকের শনের ঘরের
একমুঠো ভাত।
চারিদিকেই আক্রোশের হুঙ্কার।
কান পাতো
নির্লজ্জ সভ্যতা