তাই কি
তোমার নূপুরধ্বনি কাঁপন ধরায়
মহাকালের গায়ে
আলোড়ন সময়ের শিরা উপশিরায়?
অগুনতি দিশেহারা সম্ভাব্যতার
দেয়ালে আঁচড় কাটে
তোমার কন্ঠ ধ্বনি।
শিশিরের কান্না ভারী হতে থাকে
নিবিড় রাত্রির পরম মমতায়।
টপটপ ঝরে যায়।
কুয়াশা ছেয়ে দিয়ে যায়
গ্রামের মেঠোপথের মায়া.....