ঝড়ের কাপ বেয়ে
উঠুক চা। ঘূর্ণির
মাঝেই বসবাস যেন
জীবনের স্রোত থেকে
বেঁচে থাকতে।

প্রেমিকার ঠোঁট যেন
স্বপ্ন ভুলিয়ে স্থবিরতায় টানে
ব্রহ্মাণ্ড নীহারিকায়
বিস্ফোরণে।

আমি চিনেমাটির পাত্র খুঁজি।
এক পেয়ালা ঝড় হবে
কারো কাছে?

প্রিয়তমার কাছে হেমলকের
ভান্ডার শূন্য হয়ে গেছে।