আকাশের মাঝখান দিয়ে আপনমনে
চলে যাচ্ছে
শহুরে ব্যাস্তপথের সারি।
ধূসর মেঘের দল করতালিতে স্বাগত জানাচ্ছে ক্রমাগত
একপেট ক্ষুধা নিয়ে রেলের পাশে
বসা বালকটির সামনের থালাটিই
খেতে চায় ক্রমাগত।
ক্লান্তির ছাপ স্পষ্ট ভেসে আছে
গেঁয়ো গুল্মগুলোর গায়ে।
ভেঁপু বাজিয়ে উপস্থিতির জানান দিয়ে
উত্তাল জলরাশির বুক চিরে চলে যায় বিশাল
কোন এক জলযান।
ত্রস্ত পাবদা মাছের পরিবার।
নক্ষত্ররা তারা হয়ে যায়
জোনাকের সাথে ক্রমশঃই....
ঘাসফুল প্রণয়ের খোঁজে
ফুটতে চায় কিছু কাশফুল তবু
এই বুকের বালুচরে।
অথর্বতার চূড়ায় দাঁড়িয়ে
শেষকাল