সেদিন
আষাঢ়ের শেষের ক্ষণ,
কালোমেঘের দলে আমি হারিয়েছি
ভুবনখেলার আয়োজন।
চমকানো বিদ্যুতের আলোকে
ভেঙ্গে যাওয়া আইল ধরে
হেঁটে গেছি বহুদূরপথ।
গুড়িগুড়ি বৃষ্টি স্বাগত জানিয়ে সারাপথে
গান শুনিয়েছে নির্জন প্রান্তরে
সেই ভোর।
ধানের ক্ষেত অভিমানী।
বৃষ্টির জল ঠেলে দেয় শীর্ণ খালের বুকে।
যেন
শোঁ শোঁ গর্জন।
আষাঢ়ের শেষক্ষণে
শ্রাবণের ধারা বইবে বলে
ছোটনদীটা কুলুকুলু গাইছে
আপনভোলা।
ছন্দহীন কোন ছন্দের তালে।
জীবিকার টানে
নৌকায় দেখা যায়
ছোট আলো।
টিম টিম
টিম টিম
কেয়ার বন
নিস্তব্ধ হয়ে আছে এইখানে।
যেন ভাঙ্গবে আকাশ
উদ্দাম নাচে
মৃত্তিকাবুকে
কচুরিপানা ঘরছাড়া হয়ে
দিগ্বিদিক
শ্রাবণবেলা
বয়ে যেতে চায়।
যাক না।
উদাস আমিতো আছিই
প্রাকৃতিক লেন্সে
সব সাজিয়ে রাখায় ব্যাস্ত হয়ে।
"বরষার আয়োজন"