ঝিরঝির... ঝিরঝির...
টিনের চালে অথবা
চালের টিনে কইন্যার নরম পায়ের
উদ্দাম নাচ
নিশি রাত্তির।

আষাঢ়কালে খালের পানি
লাফায় ক্যানে সজনী?
কইতে পারো ভাংগা
সাঁকোয় বইয়া?

শালুকফুল ডাকেনা কেনেগো
সই আমারে আর?
রাণী মাছের সালুন কই?

গাঙ্গের পানি বাইড়া আইছে
আমার
উঠান ছুঁইয়া। ঘরের নামায়
ছলছল বর্ষাকইন্যার কান্দনের জল।


রুমঝুমঝুমঝুম রুমঝুমঝুমঝুম

মনোহরা নৃত্যতালে মন হইল
উতলারে সই।

কদমের ডালে বইসা মালা গাঁথি চল।
চিকন সুতার সুতাছাড়া মালা।

নাও নে বৈডা ধর।
শাওনমাসের কাল।

আয় সই আয়।

রুমঝুমঝুমঝুম............
রুমঝুমঝুমঝুম............
রুমঝুমঝুমঝুম............

ঝুমঝুমঝুম............

ঝুম
ঝুম
ঝুম............






   "বরষার আয়োজন"