দুঃস্বপ্নেরা যখন ক্লান্ত হয়ে পড়ে,
তখন আশ্রয় খুঁজে এসে আমার তন্দ্রায়।
তপ্তরোদ্দুরে মরুভূমির ছায়াদেয়
গাছ হই। আর তার ছায়ায়
নাচে দুঃস্বপ্নেরা।
আনন্দনৃত্য।
রামধনু আজ বয়সের ভারে ন্যুব্জ।
একরাশ দুঃস্বপ্নের কলকাকলীতে
আমার তন্দ্রা গাঢ়
ঘুমে পরিণত হয়ে গেছে।
চিরতরে।