-ভালবাসো?
-বাসি।
- সত্যি?
- হুমম।
মানসপটে ছুটে বেড়ায়
প্রথম সুখের ট্রেন।
ঝিকঝিক ঝিকঝিক…
টাইমমেশিনে চড়ে যেন
ফিরে যাই নিকট অতীতে।
বলিঃ
- ভালবাসো?
- বাসিতো।
- তবে হৃদয়ে এঁকে দাও
তব পদচিহ্ন।
তৃষ্ণার্ত ঠোঁটগুলো
ছুঁয়ে দাও প্রিয়া।
চল নির্ঘুম রাত কাঁটুক
চাঁদের আলোতে,
উদ্দাম প্রেমে।
তুমি-আমি, আমি-তুমিতে
হারাই চল।
এই নাও। ধর এই হাত।
প্রিয়তমা।
বেঁজে উঠুক জং ধরা
গীটারে তারের কম্পনে
কোন মোহনীয় সুর।
প্রিয়তমা,
কখনো কি
ভালবেসেছিলে?
হাতে হাত রেখে গাঁয়ের পথে
হাঁটতে চেয়েছিলে?
কখনো অনুভব করেছিলে
হৃদয়মাঝে আরেকটি
হৃদয় জড়িয়ে নিতে চায় তোমায়?
ঝনঝন করে ভেঙে যায়
আমার ভাবনার জানালার
কাঁচের শার্সিগুলো।