রক্তাক্ত বর্ণমালায় মৃত্যুর ঘ্রাণ খুঁজে খুঁজে
হারিয়ে যায় উষাকালের বিদ্রোহ।
কখনও সময়ের দরজায় কড়া নেড়ে
আলস্য বৈকালিক আড্ডায় জমা হয়।
মিছিলের অগ্রভাগে
অনুকরণ করে যে শিশু, তার হাসির মাঝে
আগামীর আলোক জ্বলে।
অথচ,
বুড়ো দাঁড়কাক চলেছে মেরুদন্ড বিকোতে।
একদা যে ঘুম ভাঙানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল,
একদা যে মিছিলের আহ্বান করেছিল,
তাকেই দেখা গেছে হাটের নিলাম বাক্সে বন্দী হতে।
রক্তাক্ত পিচ সাক্ষ্য দেয়,
আমাদের বিদ্রোহ ভুল ছিলোনা।
আমাদের স্লোগানে দাস হওয়ার ধ্বনি ছিলোনা।
আমাদের স্লোগানে বিকিয়ে যাওয়ার কথা ছিলোনা।