এক মানুষে চাইল যদি
তোমার প্রেমের বীজ
কোষের সাথে ঝগড়া কেন করো
লাগলে ভালো দেখলে আলো
মুঠোয় ভরে নিও
চাইলে খানিক হৃদয় আদর করো।
খুব সোজা নয় হাত ধরাটা বন্ধুর
খুব বাঁকা নয় পথটা যদিও বন্ধুর
খুব ভালো নয় ভালোবাসার মোহে
ডুবতে থাকা স্বার্থঠোঁটের তন্দুর।
এইভাবেতেই ভালো ভাবের তীরে
ডুবতে থাকে ইতিহাসের বুলি
কেউ নাকি কেউ বলেছিল কবে
খুব কাছে নয় সরু প্রেমের গলি
আমরা সবাই গলির গোলকধাঁধায়
রস-রসায়ন গুলিয়ে ফেলি ঠিকই,
আমরা তো তাও প্রেমের কথা বলে
অন্ধকারের জেহাদবাণী শিখি।

----------------------------------
১৮।০৫।২০২০(ই)
হাওড়া