গাছের শিরাতে যে
জলের আবেশ
যে জলেতে ভাসে বুক
ভাগ হলে দেশ,
সে জল ঝরেছে কত
স্বপ্নে আমার
আমি যে নায়ক
শুধু ভুল বোঝবার।

কামনা এনেছে বিষ
লোভেরা কুয়াশা
গড়েছে স্নেহের মাটি
ভালো আর বাসা
সে বাসাতে ভিজে যায়
নষ্ট হয় গান,
তুমিও নিঃস্ব
নাহি দিলে প্রতিদান।

ফুল হয়ে ঝড়া জানি
সেই তো নিয়তি,
ঝড়েরও আঘাত লাগে
হারায় সে গতি।
যে মাথা খোঁজেনি ভয়,
সেই পাবে জয়।
হারেনি, হেরেও সে;
যে, নেয়নি বিরতি।।

-------------------------
২০।০৫।২০২০(ই)
হাওড়া