নতুনের আগে পুরোনোর শেষ শব
যদি বেঁকে বসে, শুরু করে কলরব,
আমিও বলব যাওয়া নয় দরকার
ফিরে আসিই না লক্ষ কোটি বার।
প্রকৃতি দেখাবে জোড়
করাল সে দাঁতে
লেখা আছে যত চিরন্তন নিয়মে
বয়ে চলে যায় সময়ের খাতে খাতে
আলো শেষ হওয়া গোধূলিতে মোড়া খামে।
এখানেই তবু শেষ হয় কিছুই নাই
শেষ তো আবার শুরুরটারই ডাকনাম
আমাদের যদি বিদায় বলাই সাজে
কালের ক্ষিদায় সকলই যে হারালাম।
এই গল্পের শেষ নেই ঠিক কোনো,
নেই তার মাঝে সেতু জোড়া দড়িগুলো।
এই গল্পের দেশ কাল নেই কনক,
এই গল্পের নটে গাছ তবু শুলো।
তুমিও শুনবে বেসামাল এই নীতি,
পড়বে তাতেই ভেসে উঠে আগামীতে
তবুও যদি হেরে যাওয়া শেষ হয়,
হারকে শিখো না হার বলে মেনে নিতে।

--------------------------------------
০১.০১.১৪২৮
হাওড়া