বিকেল গুলো বৃথাই বয়ে যায়,
শান্ত কাটে ভোরের আলোর ক্ষন।
শহর শুধু নামের জ্বালায় ভোগে,
রঙের খেলায় পোড়ে কারোর মন।
রঙের মোহে মেতেই পৃথিবীটা
হারিয়েছে তার বিবর্ণ গৌরব
ফুলের মধু হারায় যাদুর ধারা
মাতলে কবি নিয়ে তার সৌরভ।
আমাদের তো একটা আধটা ওই
যদিও পড়ে চোখেই, হারিয়ে যায়,
আমাদের তো হারিয়ে যাওয়া নেই
আমরা হারাই রঙ বেরং ধুলায়।
এই ভাবে আজ হারিয়ে ফেলি যদি
বিভেদ করার মন্ত্র দেওয়া মন
সবাই তখন রাজার রাজা হবে,
ভন্ডামিরা আমার প্রজাগণ।।
--------------------------------
১২।০৫।২০২০(ই)
হাওড়া