যখন চলছি না ,
                আর বলছি শুধু কথা
বলছি না তাও ,
                 বুঝছ মনের ব্যাথা
তখনই তোমায় মানব আমি
আমার ,
        প্রানের অনুগামী

চাইব ভিক্ষে মনের মন মমতা।।


------------------
২৮।০১।২০১৬(ই)
কলকাতা