আমার প্রগতি কোথায়?
প্রশ্নটা আমি অনেক করেছি
পেন ঠুকে ঠুকে মাথায়,

পেনের গায়ে চায়না লেখা
দেখেই লাল চোখে
তেড়ে আসে যারা
তারাই পালিশ করছে নখে।

খনা খনা তার রঙ-এর ছটা
পোড়া তেলের গন্ধএ
বলে শুধুই মানুষ না দেখে
পকেট দেখায় মন দে ।

ফুলের স্তবক খবর নিতে
কবর পরে পড়ে
পরলোকের দ্বারটা জিতে
আমায় জড়িয়ে ধরে -

কানের গানে অভিমানে
জেতার দানে বসে
টিভির রামায়ণ টা শিখে
শুভঙ্করী কষে।

আজকে আবার সিঁড়ির সামনে
অ্যাটম-বোমার ধোঁয়ায়
বুঝি শুধুই মায়ের অশ্রু
বোনের রক্তে ধোয়ায়।।

০৪।১১।২০১৬(ই)
বেলুড় মঠ