গাছের পাতায় জোনাকিরা ফেলে আলো
চলে যায় যদি সবুজ জ্বলবে আরো।
কপটের হাতে থাকে না তো তেজ তাই,
মারছে যারা তাদেরকে বলো 'মারো'।
মার খাওয়া বুক চোখ ভেজা আমাদের,
দাঁড় ধরেনি তো সবাই মিলে তা-ও।
যার যা খুশিই করে যাওয়া এ যুগের
দস্তুর বটে, তবে কেন ভালো চাও।
আগামীরা আসে বর্তমানের পিঠেই,
সময়ের গালে তাই যদি চড় দাও-
লাগবে চাবুকে, তার চেয়ে ভালো নিজেই
নিজের লাগাম নিজ হাতে তুলে নাও।
নেচে যাওয়া এই জীবনের দাম নেই,
অমূল্য যারা তারা কি খুঁজেছে অর্থ,
জ্বলে যাওয়া বুকে শান্তির আহ্বানেই,
লুকিয়ে ছিল যুদ্ধ জেতার শর্ত।।
----------------------------------------
হাওড়া
০৩.০১.২০২০(ই)