সময় ঘুমায় নিজের মত করে
জাগবে যেদিন ঘটবে প্রলয় ঘোর,
তুমি তবু ঘরের কোণে বসে
কেঁদে কেটেই রুদ্ধ করে দোর,
দৈব রবের জৈব সমাধানে
মনগতিস্রোত নৈব নৈব চ-
থাকবে এমন করেই যদি বাছা,
জন্ম কেন! হচ্ছে যে সন্দ।
তার চেয়ে বরং পাল্টে ফেলার খেলায়
তমসা স্রোত কমুক অনেকখানি,
চোখের বুকে দীপক জ্বেলে নিয়ে
বুকের চোখে রাঙাই ফুলদানি।
----------------------------------
হাওড়া
০১.০১.২০২০(ই)