সুখহীন নিশিদিন পরাধীন সব
স্বরূপ জানিনা শুধু করি কলরব।
আসে কিছু জন তাই যুগে যুগ শেষে
মানুষের কথা ভেবে মানুষ ভালোবেসে
দান নিতে কিছু নয় করুণায় স্থির
দিতে শুধু দিতে চায় প্রেমের উজির।
দিয়ে যারা নিঃস্ব নয় রাজার সে ব্যাটা
কাঁটার বনেও তার অনুপম হাঁটা।
এভাবেই লোকে এসে লোকত্তর জন
আকর্ষণে ছিন্ন করে স্তব্ধ পচা মন
তাদের বলেছি মহাপুরুষ কত কি
ভগবান বানালে মুক্ত হয় ধী
একবার যদি তাকে ঈশ্বর বলা যায়
তবে তো সমস্যা নেই বেঁচে গেল দায়।
দায় নেই, ব্যয় নেই শ্রমের চিন্তার
ভগবান করে যা, তা সাধ্যের অপার
মানুষের- এই ভেবে সুখে থাকা যায়।
মাথায় রেখেছি যাকে তার শিক্ষা রেখে পায়ে,
যায় দিন যায় যুগ যায় সব কিছু
ঘা খেয়ে যাদের ওঠার কথা
পা মুড়ে থাকে নীচু।।

-----------------------------------------
০৮।০৫।২০২০(ই)
হাওড়া