কবিতা শুধুই কবিতার কথা বলে না
মানুষের নাড়ি তার শব্দতে বাজে।
কবিতা শুধুই দুঃখে ব্যাথায় গলে না
কবিতার হাত শক্ত হয়েও সাজে।
কবিতাকে বোনা কবিদের নেই শব্দ
বুক পেতে তারা মুখ গুঁজে দেয় কলমে
কবিতারা এক চেহারা হারায় দিন দিন
আর মিশে যায় সমাজের ক্ষত মলমে।
কবিতার শুধুই কথা বলে গেল কত দিন,
কত দিন তার কথা থেকে গেল বাকি,
তাই তো আজকে শপথ নিয়েই আমরা
কবিতার নামে কিছু কথা বলে রাখি।
প্রেম বিরহের দোল, কোন্দল, মজাতে,
বীভৎস চিত্কারে কিংবা সে শোক,
প্রেরণা বারিতে শান্তির ধরা সাজাতে
কবিতা আমরা জীবনঅস্ত্র হোক।।
--------------------------------
০৭.১১.২০২০ (ই)
হাওড়া