কালো রূপ অনেক আছে
এ বড় অদ্ভুত কালো।
জ্যোতির প্রকাশ গর্ভে তোমার
হৃদয়ে আমার শান্তি জ্বালো।
গ্রন্থে লেখা শান্তি না মা,
বুকের মন্ত্র পুষছে যাকে,
জ্ঞানের বিপুল সম্ভবনা
যে শান্তিকে জিইয়ে রাখে,
সে শান্তি মা তুই কালো মেয়ে
এক মুঠোতে বন্দি কর,
খড়্গ দিয়ে আঁধার কেটে
অভয় হস্তে বিলিয়ে,
ঘর
আলোয় সাজা,- মন্দির মা সে ঘরই থাক,
তোর আমার,
মাগো আমরা থাকবো, জ্ঞানের
স্পর্শে হয়ে এক আকার।

---------------------------------------
১৫.১১.২০২০(ই)
হাওড়া