ঝড়ের রাতে মৃত্যু নামে,
মৃত্যু আসে অনেকবার।
পরের ঘরে চাল উড়ে যায়,
আমার ঘরে খবর তার-
আসলে পরে চোখটা কাঁপে,
বুকটা কিছু ক্ষীন্ন হয়।
বিশ্ব নাচে নিজের তালে,
নিঃশ্ব তাতে পায় না ভয়।
একটু বোধহয় প্রার্থনা তার,
পৌছায় না আসমানে।
প্রতি বছর হয় যা হবে,
এই বছরেও উম্পুনে।
এইভাবে সে নিয়তিকেই,
বিশাল বড় মান্যি দেয়।
আমরা থাকি দরজা দিয়ে,
ঝড় এসে তার প্রাণটা নেয়।।

-----------------------------
২১।০৫।২০২০
হাওড়া