অনেকটা পথ হেঁটেছ তুমি
দেশের হাঁটা বাকি
ভোলগা থেকে গঙ্গা এলেও
গঙ্গা ধরে বাঁকি।
আমাদের তো খুব ছোট পথ
চিনিয়ে দেওয়ার পরেও
এখনও আমরা মহামারী খেলি
অবহেলা করি জ্বরে
এখনও আমরা পথ চলি না
বলতে ভালোবাসি
আমরা তো সব বোকার মরন
বোকার দাসদাসী
জ্ঞান দর্শন শিকেয় তুলে
বিনোদনের রথে
চলতে যে চাই
অনেকটা ক্ষন অলস বিকেল সাথে।
পথ আমাদের অনেক বাকি
বুদ্ধি ফিরে পাওয়ার
পথ আমাদের খুব ছোট আজ
সত্য বুকে গাওয়ার
তাই তো আজও বন্দনা গাই
বৃথাই স্মৃতি চারণ
তোমাদেরই মত
হতে যুগের ধারার বারণ।
----------------------------------
০৯.০৫.২০২০(ই)
মহাপন্ডিত শ্রী রাহুল সাংকৃত্যায়ন -এর জন্মদিবসে।
হাওড়া