যাদের জন্য শান্তি
আজও পায় আশ্রয়,
বাণীর মাঝে ঝংকার
আসে ভাষার দোলায়।
কখনো বা করে দ্রোহ
ভাসে এই ভক্তির জলে,
ভেজায় প্রেমেতে
পোড়ায় কখনো বিরহ অনলে।
সব কিছু তবু
ভরে নেয় বুকে
সত্যের স্বাদ।
সভ্যতারও জুগিয়ে মাথায়
ভরসার ছাদ।
নয়নমনি-প্রাণমনিতে
মেজাজ যুযুধান।
তবুও বাঁচায় সম্প্রীতিকে
দুখু মিঞার গান।।

---------------------------------
২৫।০৫।২০২০(ই)
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে বানীর শ্রদ্ধার্ঘ্য।
হাওড়া।