শুয়েছে বিশ্ব, নুয়েছে আজকে ঠিকই
আমরা শুধুই পুরোনো শব্দ লিখি।
নব ইতিহাস লেখার সময় নেই
ইদানিং বেয়ে ইতিহাস জ্বলবেই।
সভ্যতাকে যে রক্তচক্ষু শাঁঁসায়
তার ঠাঁই নেই বেশিক্ষনের বাসায়।
জানি চলে যাবে সবই হবে সব শান্ত
জয়ী রক্তের বিন্দু হয়নি ক্লান্ত।
চিৎকারে জমে সচেতনতার বাষ্প
আমরা আবার আমাদের ভালোবাসবো।
মরন ঘটবে মরনের মরদেহটার
এই খেলাটারই পুতুল হয়েছি প্রতিবার।
আরো পুতুল ভাঙে পা আবার জুড়ে যায়
পুতুলের আজ বাঁচতে শেখার বড় দায়।।

-------------------------------------
২৪।০৪।২০২০(ই)
হাওড়া
(বর্তমানে করোনা বৈশ্বিক মহামারীর অন্যতম তপ্তবিন্দু বা হটস্পট অঞ্চল)