সাধের পৃথিবী শান্ত ঝড়ের
কথা গড়ে আর মরে যায়।
কুড়ির কোটরে স্নেহের ঝিলিক
ফুটে ফুল হয়ে ঝরে যায়।
নতুন সানাই একদিন জানি
বিষাদের সুরও গাইবে,
সম্পর্করা দিশেহারা হলে
জানি প্রতিদান চাইবে।
তবু সূর্যটা উঠবেই জানি
অন্ধকারের পাতায়,
এক উপমাই আনবে কবি
আশার বিভিন্নতায়।
বন্ধন হবে ছিন্ন,
কখনো মুক্তিও হবে তুচ্ছ
তোমার বিকেলে রাঙা মুখ পাবে
নীরবে, হাসির গুচ্ছ।
শুধু, শান্ত ঝড়টা অশান্ত হতে থাক,
আর জীবনস্রোতের গতিপথ ঘেঁষে
জোয়ার-ভাটার ক্লান্ত আকাশে
প্রানের পেয়াদা স্বপ্ন না হারাক।।

------------------------------
১৫.০৪.২০২০(ই)
হাওড়া