বিরক্তি শেষ যেখানে যখন হয়,
রাঙা হয়ে ওঠে প্রেম পাশে কোনো স্থানে,
সময় যখন বদলে বদলে যায়,
পাকা বিশ্বাস অচেনা হতেও জানে।
পথ চলা ছিল বাকি কোনো একমতে,
কিনারেতে ছিল দুইখানা হাত বাঁধা,
এখন সময় অবাক আচরণের,
এখন চোখেতে বোধের লেগেছে ধাঁধা।
ভাবাই হয়নি এতকাল ধরে হায়,
ঠিক বেঠিকের মাশুল কতটা দামি,
আমাদের ভুল পায়ের ছাপেতে ভরা,
লিখেছে একটা অন্ধকার আগামী।
তোমার সাথেও দেখা হওয়ার যে বিষয়,
ছিল না তো তবু এলো আকস্মিকতা,
কথায় বাড়ল কথাগাছ তাতে আজ,
জমেছে আবার শ্যাওলা গুল্ম লতা।
থাকো ও বন্ধু কর্তব্যের ভাঁজে,
বড় হওয়া সুখ তুষ্টির আলো জ্বেলে,
যদিও বা আরো মনে ধরা পড়ে যাই,
ধরো না চোখেতে স্মৃতিকাটা ক্ষত মেলে।।

--------------------------------------
হাওড়া
০৮.২৫.২০২০(ই)