অবাক হওয়ার জন্য, সৃষ্টিরাজা,
অবাক রাখা, মায়ায় ঢাকা বিশ্ব;
গড়লে বটে ভরলে না যে তবু,
এমন প্রাণী-অবাক হয়েই নিঃস্ব।

অবাক হয়েই প্রথম কান্নাজলে
ভিজল দেহ ভিজল হৃদয় সবার,
একহীন তবু অন্য জলে ভিজি,
অন্য উৎসে, পড়ে না মনে ক'বার।

মনের ফাঁদে আটকে পড়ে সুখ,
মিথ্যে করি আনন্দ অনুভব।
বদলে সময়, ভাঙছে-গড়ছে যুগ,
বদলে যাচ্ছে আন্দোলনের রব।

অবকাশ তবু অবাক হওয়ার নেই,
'এমন দেখিনি'- হতবাক কেন তাতে!
দেখতে এসেছ নতুন তো দেখবেই,
সূর্য্য জ্বালিয়ে তুমিও দেখাও রাতে।।

-------------------------------------
২৩-০৫-২০১৯
বেলুড় মঠ