হায়রে মানব জাতি,
সুতার পৈতা পরিয়া কেন
সাধুর করিলি ক্ষতি۔۔

সর্বকালের সর্ব জাতির
তোরাই হইলি শ্রেষ্ঠ۔۔
আসলে তোরা সবচেয়ে হীন
জঘন্য নিকৃষ্ট۔۔

বনের যত হিংস্র পশু,
খাবার লাগি হয়ে দস্যু,
আহার করে একটি আধার
শত আধার থুয়ে۔۔

হায়রে তোদের একি লোভ,
নাম লিখিয়ে মহামানব,
গোছালি যত পোটলা পুরে
বদ হজমের খাওয়া খেয়ে۔۔

প্রেমের নামে করলি মোহ,
জ্বালালি তোরা অগ্নিদাহ,
বিশ্বাস দিলি তাহাতে ঢালি,
এই কি তোদের জলাঞ্জলি,
নাম দিলি যার পুষ্পাঞ্জলি
যত পিশাচ শয়তান۔۔

এই সকল দাহ নিভিয়া যাবে,
প্রেমের ধারায় ভিজতে হবে۔

জানতে হবে সেই সত্য সার,
বিশ্ব জাতি এক সংসার,
বাসবি ভালো সকলে সবার,
তবেই হতে পারবি তোরা-
দেবত্র আর মহান۔۔