আমি ঘৃণা করি,
সেই সমস্ত জগৎ,
যেথা ঠাঁই পায়নি আমার,এ
করুণা মাগী প্রাণ۔۔

আমি অমান্য করি
সেই নারী সৃষ্টি,
যার কাছে এ প্রেম
আজ ম্লান۔۔

এ বারতা তবে শুনে নিও
পতিব্রতা জনে۔۔
তোমার যজ্ঞ হবে 'দাহ
অভিলাষী হলে মনে۔۔

করুণ কপট যে প্রাণ
শুধু লভিবারে চায়۔۔
দেবীর হারায়ে মান
যেন শ্রী হীনা হয়۔۔

এ মোর শাপ নহে
জগতের দান۔۔
নিও, নিও খুঁজি হে নারী
আপন স্থান۔۔