আমার এ দেহ ভার
রাখিলো না কেহ আর,
তুমি বিনে সাজিল না
এ দারুণ কেহ۔۔

রহিল নিথর পড়ি
বাঁধিলো না কেহ ধরি,
কেমনে বাসিব ভালো
কহ প্রিয় কহ۔۔

যদি না ফুটিবে ফুল
বিধাতা করিল ভুল
ভ্রমর ভূমিলো কেন হায়?

ভ্রমিয়া বিজনে কত
ফিরিল ভ্রমর যত
মধুবনে দেখা নাহি পায়۔۔

তবে সে কোন আশে
নর-নরে ভালোবাসে,
কাছে পাইবারে তারে
করে আকিঞ্চন۔۔

বাঞ্ছা করি মনে
কে পাবে কত জনে,
আপন হৃদয়ে গাঁথা
আপনার ধন۔۔