আপনারে রচিবারে যদি হয় কিছু রঞ্জিত,
শিশু জানিয়া মোরে শুধিলে হবো মার্জিত।
পুরানো বকের দেশে
আসিয়াছি কাক'বেশে
লভিবারে জীর্ণতা সবে।
টিকি বিনে সাধু'মন
মলিন পরিয়ে ভূষণ
বলো আর কোথা কেবা রবে??
স্বর্ণের ভিখারি নহি আমি
নহি আমি বিপণী বিদ্বান।
আমার যা দিয়ে যাবো
পারো যদি করো তারে সম্মান।।