আমি আগন্তুক۔۔
তোমাদের তীরে ঠাই দাও۔۔
দাও ঠাই, তবে মঞ্চ হবে۔
দু'চারি কথা বলা যাবে,
যবে ঠাই পাবে কথা মাঝে
মোর কৌতুক۔۔
হ্যাঁ আমি আগন্তুক۔۔

মোরে নাও নাও
আরও নাও তুলি۔۔
সজোরে টানিয়া ধরো
বাঁধিয়া আপন'ও করো
সজনেরে দিতে যদি
হয় কিছু বুলি۔۔
মোরে নাও নাও
আরও নাও তুলি۔۔

যদি না বাঁধো মোরে
অকাতরে যাব ঝরে
আর-
তোমাদের ই দেবো অভিশাপ۔۔
প্রাণহীন এ ধরা
জ্ঞানী রে না বাঁধিবে জরা-
জীর্ণতা,
চিরকাল বহিবে সে জগতেরই পাপ۔۔