সরকার যখন দুয়ারে তোমার
তখন তুমি রাস্তায়
বস্তার আলু হিমঘরে
চিপস এখনো তো সস্তায়।
সোনালী ধান নুইয়েছে মাথা
ভ্রুক্ষেপ কারো নেই
কিষাণ খুঁড়েছে নিজের কবর
নিজের জমিতেই।
শিল্প হবে কৃষি হবে
দুধ তামাকের মত
কামানের মুখে ধানের শিষ
ইঁদুরের গর্তে ভরেছে
রেশনের চাল যত।
চাষীর ঘরে উঁনুন জ্বলেনি
একাদশী হয় রোজ
শাসকের ভুঁড়ি ফুলে উঠেছে
করিতেছে ভুরিভোজ।
কান পেতে শোনো
আওয়াজ উঠিছে গগনভেদি
দরকারে পাই
সরকারে চাই
সামলাও তোমার গদি।